বৃহস্পতিবার, জুন ১২Dedicate To Right News
Shadow

Tag: বিজয় দিবসের বিশেষ নাটক “নিতুর ডায়েরি”

বিজয় দিবসের বিশেষ নাটক “নিতুর ডায়েরি”

বিজয় দিবসের বিশেষ নাটক “নিতুর ডায়েরি”

বিনোদন, শিরোনাম
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাত ৯.২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক "নিতুর ডায়েরি"। নাটকের গল্প দীপু মাহমুদ, রচনা হাসি ইকবাল ও পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। নাটকে দেখা যাবে- ১৯৭১ সালে লেখা এই ডায়েরি ১২/১৩ বছরের কিশোরী নিতুর নিজ হাতে লেখা একটি মুক্তিযুদ্ধ দলিল । এই ডায়েরিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সম্পূর্ণ প্রোক্ষাপটই উঠে এসেছে। নিতু প্রতিদিন ডায়েরি লিখতো তারিখ, দিন ও সাল সহকারে। মুক্তিযুদ্ধের সময় তার পরিবারে ও আশেপাশে এমনকি দেশের মধ্যে কি ঘটতো সে সেটা খুব যত্ন সহকারে ডায়েরির পাতায় তুলে ধরেছিল। ওবায়েদ ছিলেন নিতুর বাবা। তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তার দোকানে কাজ করতো আমবেল। আমবেল সম্পর্কে তার ফুফাতো ভাই হয়। সে খুব রসিক ও বুদ্ধিসম্পন্ন ছেলে ছিল। নিতুর একমাত্র বড় ভাই ছিল আশু যাকে নিতু মিভাই বলে ডাকতো। তার বড় বোন ছিল মিতু। যে ছিল অত্যন্ত চালাক ও সাহসী মে...