বিদ্যমান আইনের দুর্বলতা এবং সিগারেট কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের প্রধান অন্তরায়
বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতায় সিগারেট কোম্পানিগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিবিধান বাস্তবায়নে সচেতনভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা। কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য তরুণদেরকে ধূমপানে আকৃষ্ট করে দীর্ঘমেয়াদী ভোক্তা তৈরী করা। ৪ জন বিশিষ্ট গণমাধ্যমকর্মীর অনুসন্ধানী প্রতিবেদনে সিগারেট কোম্পানিগুলোর বেপোরোয়া আইন লংঘন এবং নীতিতে হস্তক্ষেপের ফলে তরুণদের তামাক পণ্যে আসক্ত হয়ে পড়ার তথ্য উঠে এসেছে। তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তরুণদের রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনকে দ্রুত সংশোধন করে শক্তিশালী করা জরুরী । পাশাপাশি এফসিটিসি আর্টিকেল ৫.৩ অনুসারে তামাক কোম্পানির প্রভাব থেকে তামাক নিয়ন্ত্রণ নীতিসমূহ সুরক্ষায় “কোড অব কন্ডাক্ট” বা তামাক কোম্পানির সাথে অসহযোগিতার নীতি গ্রহণের দাবী জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রলুব্ধকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার...