বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ওয়েবিনার: ‘দেশের ৩৬টি মেডিকেল কলেজের মধ্যে ১৬টিতেই মানসিক বিভাগ নেই’
‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’- এই প্রতিপাদ্য নিয়ে এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় দিবসটির প্রতিপাদ্যের উপর ১৪ অক্টোবর সন্ধ্যায় একটি লাইভ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক মো. মুজাহেরুল হক, প্রাক্তন উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (দক্ষিন পূর্ব এশিয়া) এবং ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল। অনুষ্ঠানটি সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. আমির হোসেন, ক্লিনিক্যাল সাইকলজিস্ট ও প্রকল্প সমন্বয়কারী, স্বাস্থ্য সেক্টর ঢাকা আহ্ছানিয়া মিশন। অনুষ্ঠানে বক্তারা মা...