বুধবার, নভেম্বর ১৩Dedicate To Right News
Shadow

Tag: বিয়াক ও ইক্যুউটি সুইট্স এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিয়াক ও ইক্যুউটি সুইট্স এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিয়াক ও ইক্যুউটি সুইট্স এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

জাতীয়, শিরোনাম
১৬ মে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও ইক্যুউটি সুইট্স এর মধ্যে ঢাকাস্থ বিয়াকের কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে, উভয় পক্ষ দেশে এবং দেশের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি প্রচার করবে। এই লক্ষ্যে উভয় পক্ষই সব ধরনের বাণিজ্যিক চুক্তিতে প্রাতিষ্ঠানিক বিকল্প বিরোধ নিষ্পত্তি ধারার ব্যবহার, যৌথভাবে আউটরিচ ও এডভোকিসি প্রোগ্রামের আয়োজন সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে একযোগে কাজ এবং সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহিত করবে। সমঝোতা স্মারকে বিয়াক এর চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কাইজার এ. চৌধুরী এবং চেম্বারের সিনিয়র পার্টনার খন্দকার এম এস কাওসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়াকের জেনারেন ম্যানেজার মাহবুবা রহমান, সহকারী কাউন্সেল আসিফ ভূঁইয়া এবং নুজহাত কামাল এবং ইক্যুউটি সুইট্স এর এসোসিয়েট ...