বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাভিশনের বিশেষ আয়োজন
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী ৪ নভেম্বর। ২০১৯ সালের এই দিনে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাভিশন।
বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা; আমাদের প্রিয়জন: অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘বীর মুক্তিযোদ্ধা সাদেরক হোসেন খোকা; আমাদে র প্রিয়জন’ এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান এবং সিনিয়র সাংবাদিক মনির হায়দার। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সাথে তাদের...