বৃহস্পতিবার, জুন ১২Dedicate To Right News
Shadow

Tag: ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নিয়ে ফিরছেন জোভান-মেহজাবীন

‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নিয়ে ফিরছেন জোভান-মেহজাবীন

‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নিয়ে ফিরছেন জোভান-মেহজাবীন

বিনোদন, শিরোনাম
ফারহান আহমেদ জোভান, মেহজাবীন চৌধুরী ও প্রবীর রায় চৌধুরী। নাট্যাঙ্গনে এই তিন জনের মূল পরিচয় কিন্তু ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে! ব্যক্তিজীবনে তাদের প্রফেশনাল বন্ধুত্ব আছে বটে, তবে তাদের বন্ধুত্বের পরিচিতিটা গড়ে উঠেছে মূলত নাটক বানাতে গিয়ে। আর সেই নাটকটি হলো ‘বেস্ট ফ্রেন্ড’। ২০১৮ সালের দিকে জোভান-মেহজাবীনকে জুটি করে প্রবীর বানিয়েছিলেন নাটকটি। তখন তুমুল জনপ্রিয়তা পায় সেটি। এরপর আরও দুটি নাটক বানান একই নামে। যেন প্রবীর গড়ে তোলেন নাটকের একটি সফল ট্রায়ো! তবে মাঝে লম্বা সময় এই নাম নিয়ে সামনে আসতে দেখা যায়নি তাদের। এরমধ্যে মেহজাবীন চৌধুরীও সিনেমা নিয়ে ব্যস্ত হলেন। আশার কথা, লম্বা বিরতির পর ফের এক হলো এই সফল ‘বেস্ট ফ্রেন্ড’ ট্রায়ো। ৭ নভেম্বর সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ঘোষণা দিয়েছে এই ত্রয়ীকে এক করার। নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুও। এদিকে ফের এক হতে পেরে বেশ খুশি প্রবীর-ম...