
বৈশাখী টেলিভিশনে “প্রেমিক”
বৈশাখী টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ঝগড়াবাড়ি’। প্রচার হবে ১০ অক্টোবর রাত ১০.০০টায়। গল্প : সুবাতা রাহিক জারিফা,মাসুদ রানা অনিকের রচনা ও পরিচালনায় নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন, রাশেদ সীমান্ত ও অহনা রহমান। আরো অভিনয় করেছেন নিলা ইসলাম, আবদুল্লাহ রানা, শফিক খান দিলু প্রমুখ।
দুই পরিবারের গল্প নিয়ে এ নাটক। দুই পরিবারের দুই কর্তা আপন ভাই কিন্তু জমিজমা নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে। দুই ভাইয়ের দুই বউ একজন আরেকজনকে সহ্য করতে পারে না। মূলত: তাদের কারণেই দুই পরিবারে অশান্তির শেষ নেই। একদিন অবস্থা এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে, বাড়ির উঠান বরাবর রেখা টেনে আলাদা করে দেয়া হয়। ঐ রেখা কেউ পার হলেই শুরু হয় তুমুল ঝগড়াঝাটি। এ নিয়ে আবার নানা রকম হাস্যরসের জন্ম দেয়। এমনই হাস্যরস আর মজার কাহিনী নিয়ে এগিয়ে চলে নাটক। নাটকটি দর্শকদের ভালো লাগবে এতে কোনো সন্দেহ নেই,এমনই বললেন নাটকের পরিচালক মাসুদ রানা অনিক।...