শনিবার, সেপ্টেম্বর ১৪Dedicate To Right News
Shadow

Tag: ব্যাংককে নির্মিত তারকাবহুল ধারাবাহিক ‘এমন যদি হতো’

ব্যাংককে নির্মিত তারকাবহুল ধারাবাহিক ‘এমন যদি হতো’

ব্যাংককে নির্মিত তারকাবহুল ধারাবাহিক ‘এমন যদি হতো’

বিনোদন, শিরোনাম
জোভান, তৌসিফ, মিশু সাব্বির, কেয়া পায়েল, সামিরা খান মাহি, টয়া, রোদসী, চাষী আলম, সাজু খাদেম, শতাব্দী ওয়াদুদ, তানিয়া আহমেদ, মাহা, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়া, আজাদ আবুল কালামসহ এক ঝাঁক তারকা নিয়ে ব্যাংককের পাতায়াতে নির্মিত হয়েছে ভিন্নধর্মী এক ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এটি পরিচালনা করেছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। ১ জুলাই থেকে এর প্রচার শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। পাতায়ার রাস্তা দিয়ে দৌড়ে আসছে প্রাগৈতিহাসিক উপন্যাসের চরিত্র ভিখু। ধুতি আর বাবা গেঞ্জি পরা এক হাত অবশ, সেই হাত ধরে ছুটছে। এদিকে নবাব সিরাজউদ্দৌলা তার দরবার খুজে পাচ্ছে না। সে দরবার খুঁজছে। গোপাল ভাড়ের হয়েছে আরকে জ্বালা। রাজা কৃষ্ণচন্দ্র জরুরি খবর পাঠিয়েছেন, পাতায়ার রাস্তা ধরে হাঁটছেন হাঁটছেন কিন্তু গোপাল...