
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হল ‘গেটওয়ে টু ইউকে এডুকেশন ২০২৪ সিম্পোজিয়াম’
স্কুল, শিক্ষা পরামর্শক (এজেন্ট), কাউন্সিলর ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর ৭৮ জন প্রতিনিধিদের উপস্থিতিতে সম্প্রতি ‘গেটওয়ে টু ইউকে এডুকেশন ২০২৪ সিম্পোজিয়াম’ আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। রাজধানীর ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা যেন যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সাম্প্রতিক তথ্য ও পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে সেই উদ্দেশে এ সিম্পোজিয়ামের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল।
সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগের পাশাপাশি তাদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ বক্তাদের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার এবং তাদের কাছ থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ পান। যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থার সাথে মানিয়ে চলার ক্ষেত্রে করণীয় সম্পর...