
ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো বেসিস
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য বিশেষ জামানতবিহীন ঋণ সুবিধা চালু করার লক্ষ্যে বেসিস ও ব্র্যাক ব্যাংক পিএলসি মধ্যে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ ব্র্যাক ব্যাংক এর প্রধান কার্যালয়, গুলশানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিতহয়েছে।যার মাধ্যমে বেসিসের সদস্যরা সহজে এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় ঋণ সুবিধা পাবেন, যা তাদের ব্যবসায়িক উদ্যোক্তা পর্যায়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলা ও উন্নয়নের পথকে ত্বরান্বিত করবে।
এ সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো বেসিস সদস্যদের জন্য জামানতবিহীন সহজ অর্থায়নের সুযোগ তৈরি করা, যা তাদের উদ্ভাবন, টেকসই ব্যবসায়িক সম্প্রসারণ এবং তথ্য ও প্রযুক্তি খাতে অর্থনৈতিক অবদানকে সহায়তা করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে বেসিস সদস্যরা তাদের আর্থিক সাফল্য অর্জন ও ব্যবসায়িক লক্ষ্য পূরণে দ্রুতগতিতে এগিয়ে যেতে পারবেন।
বেসিসের পক্ষে সহ-সভাপতি (অর্থ) এম...