ভারতের ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে স্বপ্নদলের ‘হরগজ’
ভারতের পশ্চিমবঙ্গের স্বনামখ্যাত নাট্যসংগঠন থিয়েটার শাইন আয়োজিত ৩রা সেপ্টেম্বর থেকে চলমান সপ্তাহব্যাপী ‘ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এর ভার্চুয়াল পর্বে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের প্রশংসিত প্রযোজনা ‘হরগজ’। নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। আগামী ৭ই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় (ভারত সময় সন্ধ্যা সাতটা) থিয়েটার শাইনের ফেসবুক পেজ (https://www.facebook.com/THEATRE-SHINE-142951079143319) ও ইউটিউিব চ্যানেল থেকে সম্প্রচার হবে ‘হরগজ’ প্রযোজনাটি।
এ ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে বাংলাদেশ ছাড়্ওা ইরান এবং ভারতের নানাস্থানের পাঁচটি দর্শকনন্দিত নাট্যপ্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে।
দীর্ঘদিন পূর্বে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ‘হরগজ...