শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

Tag: ভালোবাসা দিবসে আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’

ভালোবাসা দিবসে আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’

ভালোবাসা দিবসে আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’

বিনোদন, শিরোনাম
এবারের ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসছে আসিফ আকবরের নতুন এই গানে । গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানের শিরোনাম ‘কষ্ট ভীষন’। আহমেদ রিজভীর অসাধারণ কাব্য মালায় সুর দিয়েছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। আর সঙ্গীতায়োজন করেছেন গুণী সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সাথে মডেল মৌরী মাহদী'র অনন্য এক রসায়ন। ভালোবাসা দিবসের নতুন এই গান নিয়...