
ভালোবাসা দিবসে ‘কে সে’
শুধু অস্তিত্ব অনুভব করে কি ভালোবাসা যায় ? কতটা তীব্র হয় সেই ভালোবাসা? সব ভালোবাসা কি পূর্ণতা পায়? ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুস্তাফা তারিক হাদীর গল্পভাবনা ও নির্মাণে ‘কে সে’! ‘কে সে’ ভালোবাসা দুঃখ ও বিষণ্ণতার গল্প! চিঠির দ্বারা সুখ ও দুঃখ ভাগ করে নেওয়ার গল্প। সে এসেছিল জীবনে, খুব কাছের কেউ হয়ে! আমাদের সবার জীবনেই হুট করে স্পেশাল কারও আগমন ঘটে। তাকে নিয়ে আমরা কত স্বপ্ন বুনে ফেলি মনের অজান্তেই। কিন্তু সেই স্পেশাল মানুষটা কী জীবনকে রাঙাতে পারে?
"কে সে" নামের ফিকশনটি চিত্রায়িত হয় ঢাকার দক্ষিণখানের নোঙ্গর শ্যুটিং হাউজে। রাইয়ান খান’র প্রযোজনায়, তাসফিয়া মেঘলা‘র চিত্রনাট্যে, সিনেমাটোগ্রাফিতে ছিলেন বুলবুল আহমেদ। জুলফিকার আলীর সহপরিচালনায় ফিকশনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : প্রান্তর দস্তিদার, রেহনুমা আলম ঐশী, আযম খান, শেখ স্বপ্না, মেধা নাসের প্রমুখ।
এই সময়ের বেশিরভাগ গল্প হয় কমেডি, থ্রিল...