‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেল ফুডপ্যান্ডা
ই-কমার্স খাতে ভিসা কার্ড ব্যবহার করে সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য 'ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪' পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। "এক্সেলেন্স ইন মার্চেন্ট অ্যাকসেপটেন্স (অনলাইন)" ক্যাটাগরিতে এই পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ঢাকায় 'ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪' নামে এক অনুষ্ঠান আয়োজন করে ভিসা। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভিসা আয়োজিত এ অনুষ্ঠানে ফুডপ্যান্ডাকে মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি বলেন, "সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ভিসার পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমরা গর্বিত। ডিজিটাল খাতে উদ্ভাবন এবং গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা...