ভূমি দস্যুদের তাণ্ডবে আহত দুই এসআইসহ পুলিশের দুই সোর্স
দেবহাটা সাতক্ষীরা সংবাদদাতা
দেবহাটা উপজেলায় ভূমি দস্যুদের দৌরাত্বে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে দেবহাটা পুলিশ প্রশাসনের নিরবতা এলাকাবাসীর মনে উদ্বেগ সৃষ্টি করেছে। জানা যায়, দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার খলিশাখালী ঘেরে প্রায় ১২০০ বিঘা ব্যক্তি মালিকানাধীন জমিতে ভূমিদস্যুদের লোলুপ দৃষ্টি পড়েছে। ভূমিদস্যুরা জোর করে এসব জমিতে থাকা মাছের ঘের থেকে মাছ নিয়ে যাচ্ছে। হুমকি-ধামকি দিয়ে এসব জমিতে বসবাসরত বাসিন্দাদেরকে তাদের নিজ ভূমি থেকে বিতারিত করছে। গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে এই সব ভূমি সন্ত্রাসীরা মাছের ঘেরে লুটপাট করে ও ঘের মালিকদের মারধর করে সম্প্রতি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বদরতলা ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের মারপিটে ২এস আই ও ২ সোস সহ আহত হয়েছে ৪জন। ঘটনা টি ঘটে গত ৩ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটে। আশাশুনি থানার কর্মরত এস,আই আমিরুল ও জাহাঙ্গীর মাদক পাচারের গোপন সংবা...