ভ্রমণ কাহিনী: নিয়ম মানার দেশে
দিনু প্রামানিক
=এক=
অফিসের কর্মব্যস্ততায় বেশ হাফিয়ে উঠছিলাম। সকালে ঘুম থেকে উঠে বাচ্চা’কে স্কুল নেয়া। তারপর ফ্রেস হতে হতেই অফিসের গাড়ী এসে হাজির। নাস্তা খেয়ে তাড়াহুড়ো করে গাড়ীতে উঠা। অফিসে এক নাগাড়ে কাজ করতে করতে রাত আটটা- নয়টা। জীবন তো নয় যেনো এক যন্ত্রে পরিণত হয়ে গেছি। দু’একদিন ছুটি নিব তারও কোন সুযোগ নাই। এমন কাট- খট্টা সময়গুলি নিয়েই চলছিল জীবন।
সেদিন সকালও শুরু হলো এমন কাট- খট্টা’র মধ্যে দিয়ে। সামনে এক খাতক গ্রাহক নিয়ে কঠোরতম মিটিং করছি। মেজাজটা ভিতর ভিতর চরম খিটখিটে হয়ে আছে। কিন্তু, মুখে কি সুন্দর হাসির লেশ ছড়িয়ে যাচ্ছি। এমন সময় ম্যানেজিং ডিরেক্টর মহোদয়ের একান্ত সচিব ফোনে কুশল বিনিময় করে বলল, স্যার আপনার সাথে কথা বলবেন। লাইনে থাকেন। কাঁপা গলায় স্যার’কে সালাম দিতেই তিনিও কুশল বিনিময় করে বললেন, আপনার পাসপোর্ট করা আছে কিনা!!
- জ্বী, স্যার। পাসপোর্ট করা আছে।
- আপ...