বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

Tag: মঞ্চে চমকতারার একযুগ

মঞ্চে চমকতারার একযুগ

মঞ্চে চমকতারার একযুগ

বিনোদন, শিরোনাম
মঞ্চে অভিনয়ের এক যুগ পার করলেন অভিনেত্রী চমক তারা। পদাতিক নাট্য সংসদে তার মঞ্চ জীবন শুরু। সেখানেই আছেন এখনো। তবে থিয়েটারে প্রথম পথ চলা " ঢাকা ড্রামা" পথ নাটক দিয়ে। এরই মাঝে কেটে গেছে এক যুগ। চমকতারা বলেন, দেখতে দেখতে ১২ বছর পেরিয়ে গেল। এ সময়ে অজানাকে জেনেছি। একটু একটু করে। কত স্মৃতির জমা হয়েছে। কত কিছু শিখেছি। একটু একটু করে বড় হয়েছি। বেড়েছে মঞ্চের অভিজ্ঞতা। জানা যায়, ২০১০ সালে ‘জনমাংক’ নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন চমক তারা। সে নাটকের জন্য পুরস্কৃতও হয়েছিলেন তিনি। এরপর কালরাত্রি, বেদের মেয়ে প্রভৃতি নাটকে অভিনয় করেন তিনি। আগামী শুক্রবার মঞ্চস্থ হবে নতুন নাটক পাকে বিপাকে। চমক জানান, ২০১০ সালের ২৫ অক্টোবর ‘জনমাংক’ মঞ্চস্থ হয়। সে নাটক ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন সময় প্রদর্শিত হয়েছে। এরপর শুরু করি ‘কালরাত্রি’। এ নাটকটি এখনো চলছে। সামনে নতুন নাটক ‘পাকে বিপাকে’ মঞ্চস্থ হব...