আন্তর্জাতিক জুরী পদে মেঘের হ্যাট্রিক
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহুবার জুরী দায়িত্ব পালন করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসেই তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে জুরী পদে আমন্ত্রণ পেয়ে হ্যাট্রিক করেছেন তিনি। মেক্সিকোর ভেরাক্রুজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মরোক্কর অ্যাটলাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের ওড়িশ্যা প্রদেশের নৃত্যম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেবে তিনি আমন্ত্রণ পেয়েছেন।
মনজুরুল ইসলাম মেঘ জানান, গতবছর আমার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "ময়না" নির্মাণ নিয়ে ব্যস্থ থাকায় কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরী দায়িত্ব পালন করিনি। এই বছরও আমার দ্বিতীয় সিনেমা Where are my home? নির্মাণ নিয়ে ব্যস্থতা যাচ্ছে। তবুও কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরী হওয়ার সম্মতি দিয়েছি। ইতোপূর্বে তিনি ১২ টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক জুরী দায়ি...