শনিবার, সেপ্টেম্বর ১৪Dedicate To Right News
Shadow

Tag: মনমোহনা গ্রামে জোভান-তটিনী-জোনায়েদেন গল্প

মনমোহনা গ্রামে জোভান-তটিনী-জোনায়েদেন গল্প

মনমোহনা গ্রামে জোভান-তটিনী-জোনায়েদেন গল্প

বিনোদন, শিরোনাম
গল্পটা গ্রামের ও প্রেমের। যে গ্রামটি দেখতে ছবির মতো। নাম মনমোহনা। নামের মতোই এই গ্রামে রয়েছে একজোড়া পাখির মতো তরুণ-তরুণী। সেই গ্রামেই চাকরির সুবাদে হাজির হয় ঢাকার তরুণ সজীব। এই হলো মিজানুর রহমান আরিয়ানের ঈদের চমক 'ভিতরে বাহিরে' নাটকের সারাংশ। সিএমভি'র ব্যানারে নির্মিত নাটকটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, তটিনী ও জোনায়েদ। যথারীতি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। মূলত ত্রিভুজ একটি প্রেম-বিরহের টানাপড়েন মিলবে 'ভিতরে বাহিরে'র গল্পে। নাটকটি প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, 'গ্রামের প্রেক্ষাপটে নির্মিত এটা আমার তৃতীয় নাটক। এবং এই কাজটি আমার কাছে স্পেশাল। আমি শুটিংয়ের আগে পুরো টিমকে বলেছি, এই গল্পটি খুব সুন্দর লোকেশনে ভালোভাবে শুট করতে চাই। পুরো টিম সেভাবে কাজটি করেছে। শিল্পীরাও অনেক পরিশ্রম এবং  মনোযোগ দিয়ে অভিনয় করেছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি...