
মশক নিয়ন্ত্রণে পরিচালিত দৈনন্দিন কার্যক্রম প্রতিদিন গণমাধ্যমকে অবহিত করা হবে: ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী
মশক নিয়ন্ত্রণে দৈনন্দিন পরিচালিত লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম এবং ডেঙ্গু রোগীর আবাসস্থল ও আশপাশে পরিচালিত বিশেষ চিরুনি অভিযান সংক্রান্ত তথ্যাদি 'সংবাদ বিজ্ঞপ্তি' আকারে প্রতিদিনই গণমাধ্যমকে অবহিত করার পাশাপাশি তা করপোরেশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রশাসক ড. মহ. শের আলী।
স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে 'মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সমন্বিত উপায়ে ও যথাযথভাবে বাস্তবায়ন' নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক সভায় ঢাদসিক প্রশাসক এসব নির্দেশ দেন।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপো...