শনিবার, সেপ্টেম্বর ১৪Dedicate To Right News
Shadow

Tag: মাদককে ‘নো’ বলতে পারাটাই স্মার্টনেস: ডিএনসিসি মেয়র

মাদককে ‘নো’ বলতে পারাটাই স্মার্টনেস: ডিএনসিসি মেয়র

মাদককে ‘নো’ বলতে পারাটাই স্মার্টনেস: ডিএনসিসি মেয়র

জাতীয়, শিরোনাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, 'যে তরুণগুলো মাদককে নো বলতে পারে তারাই প্রকৃত স্মার্ট তারাই মর্ডান। কারণ তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং খেলাধুলায় নিজেকে বেশিবেশি ব্যস্ত রাখতে হবে। শনিবার (২৯ জুন, ২০২৪) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। এ সময় তিনি শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অভিভাবকদের আরো বেশি যত্নশীল হতে হবে। তাদের দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দেন। তারা ঠিকই মাঠে নেমে আসবে। তিনি বলেন, বাচ্চাদের হাতে হাতে ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এই অভ...