মারুফের সুরে গাইলেন সেরাকণ্ঠ বিজয়ী ঐশী
শাখাওয়াত হোসেন মারুফের কথা, সুর ও সঙ্গীতে গাইলেন চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী রাকিবা ঐশী। গত ২০ জুন, ২০২৪ প্রকাশিত "পায়ে পায়ে তুমি এলে" শিরোনামের এই গানটি মারুফের "বর্ষা থেকে বসন্ত" প্রজেক্টের একটি অংশ। গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের পাশাপাশি এর লিরিক্যাল ভিডিও নির্মাণ করেছেন মারুফ নিজেই।
গানটি প্রসঙ্গে মারুফ বলেন, "বর্ষা আর বসন্ত - সম্ভবত এ দুটি ঋতুই আমাদের বিরহ এবং রোমান্টিকতাকে প্রকাশ করার দ্বায়ভার নিয়ে রেখেছে। আমাদের বাংলা গানে এই দু'টি ঋতুর দখলই সবচেয়ে বেশি। আর এই বিষয়টি থেকেই "বর্ষা থেকে বসন্ত" প্রজেক্টটির ধারণা আমার মাথায় আসে। এই প্রজেক্টেরই প্রথম গান এটি। এ প্রজন্মের কণ্ঠ শিল্পীদের মধ্যে ঐশী নিঃসন্দেহে একজন ভালো মানের শিল্পী। সে গানটি গেয়েছেও বেশ ভালো। গানের কথা খুবই সহজবোধ্য। গানটির সাবলীলতাকে অক্ষুন্ন রাখার জন্য গানটির সঙ্গীত খুবই মিনিমালিস্টিক রেখেছি। আশা করি গানটি সবার ভালে...