সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

Tag: মাসুদ খান বিউটিজোন ঢাকা”র পথচলার শুভ সূচনা

মাসুদ খান বিউটিজোন ঢাকা’র যাত্রা শুরু

মাসুদ খান বিউটিজোন ঢাকা’র যাত্রা শুরু

ফ্যাশন এন্ড লাইফস্টাইল, শিরোনাম
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেকআপ আর্টিস্ট মাসুদ খান। গতকাল ২০ ডিসেম্বর রাজধানী ধানমন্ডিতে এক জমকালো আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করলো “মাসুদ খান বিউটিজোন ঢাকা”। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল-কোরিওগ্রাফার এবং ট্রেইনার বুলবুল টুম্পা; উপস্থাপক-অভিনেত্রী এবং নৃত্যশিল্পী বারিশ হক; লাক্স তারকা সারাকা মজুমদার সহ আরও অনেকে। এ প্রসঙ্গে কোরিওগ্রাফার বুলবুল টুম্পা জানান, মাসুদ খান মেকওভার এ বেশ পারদর্শী। তার প্রতিটি কাজ বেশ নিঁখুজ। যে কেউ নিজেদের সাজসজ্জার জন্য তার মেকওভারে আসতে পারেন। বিশেষ করে ব্রাইডাল সাজের জন্য ভীষণ ভালো মেকওভার করে মাসুদ৷ তার জন্য শুভ কামনা। মাসুদ খান বিউটি জোন ঢাকা’র কর্ণধার মাসুদ খান জানান, দীর্ঘ বছর মেকওভার পেশার সাথে নিয়োজিত আছি। সকলের সহযোগিতা ও ভালোবাসায় এগিয়ে যাওয়া যাচ্ছি। আগামীতে আরও ভালো কিছু করতে চাই। এছাড়া আমার অনুষ্ঠানে আমাকে ভালোবে...