
মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি এখন বাংলাদেশের বাজারে
অনার এক্স৭সি ডিভাইসটিতে দুর্দান্ত ব্যাটারি লাইফ নিশ্চিত করতে শক্তিশালী ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উচ্চমান-সম্পন্ন এই ব্যাটারির কারণে এখন ২৮.৫ ঘণ্টা পর্যন্ত অনলাইন স্ট্রিমিং ও ২১.৫ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও গান শোনা যাবে; অর্থাৎ, সারাদিন নিরবচ্ছিন্নভাবে ফোনটি ব্যবহার করা সম্ভব হবে। ব্যাটারি লাইফ যখন একদম কম থাকবে তখনও অনার আলট্রা পাওয়ার-সেভিংস মোডের কারণে ডিভাইসটি সমানতালে ব্যবহার করা যাবে। ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট টানা কথা বলা যাবে। হ্যান্ডসেটটির ৩৫ ওয়াট অনার সুপারচার্জ প্রযুক্তির কারণে এখন চার্জিং নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন ব্যবহারকারী; এর টাইপ-সি ওয়্যারড চার্জিং ব্যাটারি দ্রুত চার্জ করতে সক্ষম।
ব্যবহারকারীর সবধরনের প্রয়োজন পূরণে এবং স্মৃতিময় মুহূর্তগুলোকে ধরে রাখতে অনার এক্স৭সি'তে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।...