
মিরপুরে তৃতীয় শাখার উদ্বোধন করল মি: ডি আই ওয়াই
জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইল ব্র্যান্ড মি: ডি আই ওয়াই আজ রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা রোডে নিজেদের তৃতীয় স্টোরের উদ্বোধন করেছে।
৬,৬৪৪ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত নতুন এ স্টোরটি মিরপুর বাসিন্দাদের হোম ইম্প্রুভমেন্ট সংশ্লিষ্ট প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। মি: ডি আই ওয়াই -এর নতুন স্টোরটিতে দশটি ক্যাটাগরিতে বিস্তৃত পরিসরে বিভিন্ন পণ্য পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে: হার্ডওয়্যার, হাউজহোল্ড, ইলেকট্রিক্যাল, ফার্নিশিং, গাড়ির অ্যাকসেসরিজ, স্টেশনারি, খেলনা সহ আরও বিভিন্ন ক্যাটাগরি। আর সব পণ্যই কেনা যাবে সবসময়, কমদামে।
উদ্বোধনী অনুষ্ঠানে মি: ডি আই ওয়াই বাংলাদেশের হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার বলেন, “মিরপুরে আমাদের তৃতীয় স্টোর চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বছরের শুরুতে চা...