মিশুক মুনীরের বর্ণাঢ্য কর্মজীবনের অনুপ্রেরণায় তাঁর নামে স্মৃতি পুরস্কার প্রদান শুরু
গত ২৪ সেপ্টেম্বর প্রয়াত চলচ্চিত্রগ্রাহক ও প্রচার সাংবাদিক মিশুক মুনীরের ৬৪তম জন্ম দিবসে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মত মিশুক মুনীর স্মৃতি পুরস্কার চালু হলো।
মিশুক মুনীরের সহকর্মী, অনুসারী, শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি অনুষ্ঠানে দুইজনকে এই পুরস্কার প্রদান করা হয়। মিশুক মুনীরের জনক শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ও নাট্যজন লিলি চৌধুরীর স্মৃতির প্রতি উৎসর্গিত ‘লিলি-মুনীর স্মৃতি রক্ষা ট্রাস্ট’ থেকে এই আয়োজন করা হয়।
উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে এবারে সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কার পেয়েছেন যমুনা টিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকিল হাসান ও সেরা চলচ্চিত্রকার হিসেবে পুরস্কার পেলেন চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর শিক্ষক চলচ্চিত্র নির্মাতা মাসুদুর রহমান। বিচারকমণ্ডলীর পক্ষে বিজয়ীদের নাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভ...