আসছে অথৈ-শিশিরের “কালবেলা”
মুক্তিযোদ্ধা, বরেণ্য চলচ্চিত্রকার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক সাইদুল আনাম টুটুলের সর্বশেষ নির্মাণ মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালবেলা’। চলচ্চিত্রটি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এবং প্রযোজনা সংস্থা আকার-এর ব্যানারে নির্মিত। মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আকার-এর যৌথ আয়োজনে গতকাল ৮ ডিসেম্বর বিকাল ৫ টায় ঢাকার আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘কালবেলা’ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কাজী মদিনা, অধ্যাপক মুনতাসির মামুন, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ, চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান, চলচ্চিত্র নির্মা...