মুভি দেখার অভিজ্ঞতা বাড়িয়ে দিবে নিও কিউএলইডি এইটকে টিভি
পরিবার-পরিজন আর বন্ধুবান্ধবের সাথে 'মুভি নাইট'এর পরিকল্পনা করার চেয়ে আনন্দের আর কি হতে পারে! তাই, আমরা সাধারণত এমনভাবে ঘর সাজাই এবং দেয়ালের এমন জায়গায় টিভি রাখি, যেনো সেখান থেকে সবাইল মিলে টিভিতে মুভি দেখার সময়, থিয়েটারে মুভি দেখার কাছাকাছি অভিজ্ঞতা হয়। তবে, সবাই একসাথে 'স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স' কিংবা 'জাওয়ান' দেখার মুভি দেখার আনন্দ মাটি করে দিতে পারে টিভির স্ক্রিন কিংবা সাউন্ডের অস্বচ্ছতা।
এক্ষেত্রে, মুভি নাইটে অনন্য অভিজ্ঞতা উপভোগ করার ক্ষেত্রে ভালো টিভির ওপর বিনিয়োগ করার কোনো বিকল্প নেই। আর এক্ষেত্রে কোয়ান্টাম ডট টেকনোলোজি সহ স্যামসাংয়ের টিভির চেয়ে ভালো আর কি হতে পারে! দুর্দান্ত পারফরমেন্স আর এইটকে'র সবচেয়ে প্রিমিয়াম টিভিগুলোর মধ্যে অন্যতম এই নিও কিউএলইডি এইটকে টিভি। সাধারণত, দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করার ক্ষেত্রে ছবির মান হচ্ছে এইটকে টিভির প্রধান সক্ষমতা।
আপনি যখন এই...