মূর্তজা খান লোদীর কবিতা “লাল খাতা”
লালসালু মোড়া খাতায় নেই,
আর কোনো কবিতার অন্তমিল।
সাদা পাতায় রয়ে যায়,
জাবেদা বা শুধুই রেওয়া মিল।
বিদ্রোহী কবি নজরুলের এই দেশে,
চাটুকারিতা ভর করে উন্নয়নের বেশে।
আরেকটি বার সম্ভবত,
বেনিয়া বা বেহায়া শাসন পেলে,
কবিরা নিশ্চয় প্যাপিরাসের বুকে
প্যালিকনে ঝড় তোলে।
মোসাহেবের পরামর্শ,
একটু যদি ভালো কথা বলতেন,
ঘি, মাখনে কব্জি ডুবিয়ে
পলান্ন টা খেতেন!
অবাক চোখে কবি বলে,
আমি বরং পান্তা ভাতেই খুশি,
তুমিও যদি একটু চেষ্টা করতে,
অত্যাচারীর স্তুতিতে তবে কি আর
স্বাভিমানকে জলাঞ্জলী দিতে !
সুখ শান্তির আকাশ কুসুম লম্বা খতিয়ান
সে না হয় জারি থাকুক সরকারি কাগজে বয়ান।
কবি কেনো আজ তবে, সেই মিছিলে শামিল!
তার কাজ তো খুজে পাওয়া সব ছন্দের অমিল!!
কে যেনো বলেছিলো, এত ভালো সেতো ভালো না,
টানাপোড়েন না থাকলে সাম্য থাকে না।
খারাপ কিছু খুজে পেতেও পরিবর্তন টা লাগে
কবির কলম চালু থাকুক, ছিলো যেমন আগ...