অবৈধ কাজের সাথে জড়িত কাউকে ডিএনসিসির পক্ষ থেকে কোন বৈধ নোটিশ দেয়া হবেনা: মেয়র মোঃ আতিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ কাজের সাথে জড়িত কাউকে ডিএনসিসির পক্ষ থেকে কোন বৈধ নোটিশ দেয়া হবেনা। বরং অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে বিনা নোটিশেই প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। ২৫ আগস্ট রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তরা জনপদের কর্মহীন শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই সমাজের বিত্তবানদেরকে বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এ কারণে উত্তরা জনপদের ২ শতাধিক কর্মহীন শিল্পী ও সংস্কৃতি কর্মীকে আজ তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবেই চাল, চিড়া, ডাল, আলু, সয়াবিন তেল, পেয়াঁজ, লবন, চিনি, নুডুলস সম্বলিত প্যাকেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কেবল নগরপিতা হিসেবে নয়, নৈতিক দায়িত্ববোধ থেকেই নগর...