রবিবার, অক্টোবর ৬Dedicate To Right News
Shadow

Tag: মোঃ আঃ রহিম এর কবিতা “সংস্কৃতির ব্যাকরণ”

মোঃ আঃ রহিম এর কবিতা “সংস্কৃতির ব্যাকরণ”

মোঃ আঃ রহিম এর কবিতা “সংস্কৃতির ব্যাকরণ”

শিরোনাম, সাহিত্য
সং অর্থ মানু্ষ আর কৃতি তার কর্ম মানুষের জীবন ধারাই সংস্কৃতির মর্ম। আমরা আছি যা তা হলো সংস্কৃতির সংগা বলেছেন ম্যাকাইভার বই সমাজবিদ্যা। একাংশের পথচলা নয়তো সংস্কৃতির শর্ত অধিকাংশে করে যা তা সংস্কৃতির অঙ্গ। সংস্কৃতি চলমান ধীরে ধীরে বদলায় অধিকাংশে মেনে নিলে পুরাতনটা উড়ে যায়। জন চলে মন চলে চলে সংস্কৃতি সময়ের ব্যবধানে বদলে যায় রীতি। গণহারে পথচলায় যদি বদলে যায় আচরণ ধরে নিন বদলেছে সংস্কৃতির ব্যাকরণ। বিজাতীয় বলে যদি আটকে দিই দরজা ঘরে বসে পাব নাকো ভুবনের সেরাটা। মন্দকে ছুরে মেরে ভালোটাকে বেছে নিই নিজেদের যা ভালো সবকিছু রেখে দিই। কথাবার্তা আচরণ সংস্কৃতির অংশ সবকিছু বদলালে জাতি হবে ধ্বংস। চারিদিকে বাজিবেই নতুনের ডংকা ভালোটাকে বেছে নিলে রবেনাকো শংকা। চীন জাপান নিজেরা নিজেরটায় থেকেছে আরবরা নিজেরাও নিজ ধরে রেখেছে। নিজেদের ছুড়ে মেরে পরকে যে ধরেছে শেকড়টা উপরে ফেলে আর কীবা টি...