
মোড়কে বড় সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী: তামাক ত্যাগে উদ্ধুদ্ধ করে শীর্ষক আলোচনা সভা
তামাক নিয়ন্ত্রণের নানা পদ্ধতির মধ্যে তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদান অন্যতম। তামাকজাত দ্রব্যের মোড়কে বড় ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করা সম্ভব হলে, আরো বেশি জনগোষ্ঠীকে তামাক সেবনে উদ্ধুদ্ধ করা সম্ভব হবে। বিশ্বের র ১৩৮টি দেশে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করা হয় যার মধ্যে ৭৬টি দেশেই এই ছবির আকার মোড়কের ৬৫ শতাংশের বেশি। বাংলাদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০১৩) এর ধারা ১০ অনুযায়ী সকল তামাকজাত দ্রব্যের মোড়কের উভয়পাশের মূল প্রদর্শনী তলের উপরিভাগের কমপক্ষে ৫০ শতাংশ এলাকা জুড়ে তামাকের স্বাস্থ্য ক্ষতি সম্পকিৃত সচিত্র সতর্কবার্তা প্রদান করতে হবে। তবে ২০১৬ সাল বাংলাদেশে হতে ৫০ শতাংশ সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করা হলেও গত ৮ বছরে এই কোন পরিবর্তন হয়নি, তবে একই সময়ে ছবি প্রদানকারী দেশ মায়ানমার ৮বার, ফিলিপাইন ৫ বার, কম্বডিয়া ও...