
মোরালুক সাহিত্য উৎসব অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগানস্থ মেঘ ফাউন্ডেশনে দুইদিন ব্যাপী মোরালুক আন্তর্জাতিক বই উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সাহিত্য সম্মাননা প্রদান ও আলোচনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। তুরস্কের কবি ও চিত্রনাট্যকার জেকি সেলিক কে মোরালুক সাহিত্য সম্মাননা ২০২৫ দেওয়া হয়। কবি মনজুরুল ইসলাম মেঘ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক কবি সাইফুল সারনয়েল, কবি রিনাৎ সুলতানা, কবি মতিয়ারা মুক্তা, কবি, সাংবাদিক নাজির খান লিটন, সাংবাদিক ও ছড়াকার তারেক মনোয়ার, কবি আহমিনা ঋতু, সাহিত্যিক, সাংবাদিক এ এস এম আব্দুল্লাহ আল মারুফ, সাহিত্যিক, সাংবাদিক মাজহারুল হক বাবু।
উৎসবের প্রথম দিন স্বরচিত কবিতা পাঠ, আন্তর্জাতিক সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উৎসবের দ্বিতীয় দিন রবিবার কিশলয় বিদ্যাপীঠে শিশু সাহিত্য নিয়ে আলোচনা ও শিক্...