
মোশাররফ হোসেন পাটোয়ারী নাহিদের কবিতা “অপারগতার গ্লানি”
(উৎসর্গ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের আত্মত্যাগের বিনিময়ে সফল হলো সেইসব ছাত্রদের প্রতি)
আমায় একমুঠো সেই ধুলো মেখে দাও,
যেখানে লুটিয়ে পড়েছিল সাঈদ।
এক রাশ অক্সিজেন রেখে দাও,
যা শেষ মুহূর্তে নিয়েছিল মুগ্ধ।
আমাকে সেই বুলেটটা এনে দাও,
যা করেছিল ফাইয়াজকে স্তব্ধ।
আমি তা নিয়েই সান্ত্বনা নিব,
আর নিজেকে ধিক্কার দিব,
অপারগতার গ্লানি নিয়ে।
প্রতিবাদী সাঈদের হাতে যে লাঠিটা ছিল,
কেউ কি আমায় এনে দিতে পার?
আমি অপার যত্নে রেখে দিব।
যদি কোন দিন বিজয় আসে...
আমি ছুটে যাব উদ্ধত নিশান নিয়ে।
অসাম্প্রদায়িক সেই কেতন হাতে ছুটে বেড়াবো সব রাজপথ।
যেখানে শ্লোগানে মুখরিত ছিল অধিকার আদায়ের।
যেখানে অবলীলায় পড়ে ছিল অসংখ্য ধর্মনিরপেক্ষ লাশ।
আমি ছুটে যাবো সেই অন্ধকারে,
যেখানে সবকিছু নিভিয়ে নির্বিচারে চলেছিল গুলি।
আমি অক্লান্ত পথ হারাবো সেই পথে,
যেখানে সঙ্গীর তৃষ্ণা মেটাতে "পা...