
মোহাম্মদ মেহেদী হাসানের প্রথম উপন্যাস ‘এক চিলতে রোদ`
এবার অমর একুশে বইমেলা-২০২৫ বই মেলায় লেখক হিসেবে হাতে খড়ি হচ্ছে তরুণ লেখক এবং নির্মাতা মোহাম্মদ মেহেদী হাসানের। প্রকাশ পেয়েছে তার প্রথম উপন্যাস ‘এক চিলতে রোদ` উপন্যাসটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা `শিখা প্রকাশনী’। প্রচ্ছদ করেছেন শাহাদত হোসেন। মেলায় শিখা প্রকাশনীর ১২-১৩-১৪-১৫ নম্বর স্টলে মিলছে ‘এক চিলতে রোদ'।
‘এক চিলতে রোদ' উপন্যসের প্রেক্ষাপট জানতে চাইলে মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মেরুন রঙের একটা জীবন, ফাঁকে নীল আকাশ। জীবনের শূন্যস্থান পূরণে মানুষের জীবনে নানান মানুষ নানানভাবে ভালোবাসা নিয়ে আসে। কারো কারো ভালোবাসা বিষাদে পরিণত হয়। আবার কারো কারো ভালোবাসা নিয়ে আসে মুষলধারে বৃষ্টির মাঝে এক চিলতে রোদ হয়ে। যে হঠাৎ করে সমস্ত বিষাদ এক নিমিষে দূর করে দেয়। ‘এক চিলতে রোদ' ঠিক এমন প্লট নিয়ে লেখা হয়েছে। শত বৃষ্টির মাঝে এক চিলতে রোদ।
প্রথম উপন্যাস প্রকাশের অনুভূতি জানতে চাইলে লেখক বলেন, আসলে একধ...