
ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের ৩০ বর্ষপূর্তি উদ্যাপন
বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে স্বনামখ্যাত প্রতিষ্ঠান ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেড বা ‘এমবিএল’। দেশের সুপ্রতিষ্ঠিত শিল্পগ্রুপ অ্যাপেক্স হোল্ডিংস গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটি বর্তমানে টেক্সটাইল শিল্পে শীর্ষস্থানীয় কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আস্থা অর্জন করেছে।
গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে প্রতিষ্ঠানটির ৩০ বর্ষপূর্তি উদ্যাপন এবং ব্লু সাইন সিস্টেম পার্টনার অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেক্সটাইলস ও কেমিক্যালস প্রতিষ্ঠানের কর্ণধার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ টি এম মইনুদ্দীন মজুমদার, উপ–মহাব্যবস্থাপক (টেক্সটাইল) শাহিনুর আলম, সহকারী মহাব্যবস্থাপক (লেদার) প্রকৌশলী মাজহার মোহাম্মদ বাদলসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথ...