যশোরে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ
আজ ৭ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরে ধারণ করা ইত্যাদির একটি নিয়মিত পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০১৬ সালের নভেম্বর মাসে স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শণ যশোরে অবস্থিত দেশের সবচাইতে প্রাচীন ‘যশোর কালেক্টরেট ভবন’ এর সামনে ধারণ করা হয়েছিল ইত্যাদির এই প্রশংসিত পর্বটি।
বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। ছিল যশোরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন এবং যশোরের গদখালীর ফুল উৎপাদন ও বাজারজাতকরণের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের উপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। যে পরিবারের প্রত্যেকেই নিজেরা শিক্ষা গ্রহণ করে অন্যকেও শিক্ষার আলোয় আলোকিত করার ব্রত নিয়েছেন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে ফ্রান্সের প্যালেস অব ভার্সাই এ...