
যুক্তরাষ্ট্রের স্ট্যান্টন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যান্টন ইউনিভার্সিটি ও বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে একটি শিক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে উচ্চ শিক্ষার্থে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়সহ ব্যবসায় প্রশাসন ও আইটি ভিত্তিক শিক্ষার উৎকর্ষে উভয়ে এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
১২ ডিসেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই এমওইউ স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.) এবং স্ট্যান্টন ইউনিভার্সিটির বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মিস আয়শা আক্তার এই সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, ফ্যাকাল্টি অব ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: তাজুল ইসলা...