
যুব সমাজকে রক্ষায় ই-সিগারেট দ্রুত নিষিদ্ধে আইনজীবিদের আহ্বান
জনস্বাস্থ্য ও তরুণ প্রজন্মকে রক্ষায় ক্ষতিকর ই-সিগারেট দ্রুত নিষিদ্ধ করা জরুরি বলে মনে করেন আইনজীবীবৃন্দ। ভয়াবহরূপ নেওয়ার আগেই দেশে ই-সিগারেটের প্রস্তুত, উৎপাদন, আমাদানি, রপ্তানি, পরিবহণ, বিক্রয়, বিতরণ, সংরক্ষণ এবং বিজ্ঞাপন বন্ধ করা একান্ত প্রয়োজন। এতে তামাকসহ ই-সিগারেট কর্তৃক সৃষ্ট অসংক্রামক রোগের স্বাস্থ্য ব্যয়ও হ্রাস পাবে। বাংলাদেশে ই-সিগারেটের ব্যবহারের ব্যাপকতা রুখতে এখনই আইনি বাধ্যবাধকতা জরুরি।
উক্ত বিষয়ের উপর গুরুত্বারোপ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা সেল ‘টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি)’ কর্তৃক অদ্য ১৯ অক্টোবর ২০২৪ শনিবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে সিক্স সিজনস্ হোটেলে আয়োজিত ÒRegulation of E-Cigarettes and Its Legal Remedy” শীর্ষক এক কর্মশালায় আগত আইনজীবীবৃন্দ উপরোক্ত দাবি জানান।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল...