
“যৌথ পূজা মেলা ২০২২” শুরু হলো আজ
আসন্ন দূর্গাপূজা সামনে রেখে হিল ই-কমার্স সোসাইটি ও ঝিকরগাছা ই-প্লাটফর্ম এর যৌথ আয়োজনে শুরু হয়েছে যৌথ পূজা মেলা ২০২২। অনলাইনে এ মেলা চলবে ১৫ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিপুল আনন্দ উদ্দীপনার সাথে শুরু হয়েছে মেলা। এবারও পাহাড় সমতলের দারুণ মেলবন্ধন দেখা যাচ্ছে। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা হলেন-
শামীমা হক, স্বপ্না চাকমা, তামান্না রোমান, খাদিজা বিনতে তাহের, যুথী সাহা শশী, ডলি ডল, নিমা চাকমা, রীমা চৌধুরী, ননিকা চাকমা, তাবাসসুম সেঁজুতি, এমেলি চাকমা, জিনাত রহমান, কানিজ রুমকি,মনি রানী চৌধুরী, হাসনা হেনা, মাসুদ রানা, মাফরুহা চৌধুরী, জান্নাতুল ফেরদৌস দীপা, বি.জামান রিপিট, মনি পাহাড়ী, অনামিকা দত্ত, ঊর্মি গোস্বামী নীড়, মাহফুজুল হক, জবা তঞ্চঙ্গ্যা,পারু চাকমা,রুবাইয়া সুলতানা, ফাতেমা তুশি,রুবিনা বেগম,
ডালিয়া আফরোজ,রূপসী চাকমা, জান্নাত নিতু, হুমায়েরা ঐশী, শারমিন রহমান, সাবিনা হীরা, মারী স...