বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬Dedicate To Right News
Shadow

Tag: রও সহজ

ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!

ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!

ফিচার, শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় ফুডি অ্যাপ এবার ডোমিনোজ পিৎজার সাথে নতুন এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে দেশের গ্রাহকদের জন্য পিৎজা ডেলিভারি হবে আরও সহজ এবং সুবিধাজনক। আজ মহাখালির প্যারাগন হাউজে ফুডি এবং ডোমিনোজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ফুডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন: • মোঃ শাহনেওয়াজ মান্নান, চিফ অপারেটিং অফিসার • মাশরুর হাসান মিম, চিফ মার্কেটিং অফিসার • সৈয়দ সাজিবুর রহমান, ডেপুটি ম্যানজোর • নওয়াজিশ আলম, সিনিয়র এক্সিকিউটিভ ডোমিনোজের পক্ষ থেকে উপস্থতি ছিলেন: • আহমেদ শোয়েব ইকবাল, চিফ অপারেটিং অফিসার • আবু ওবায়দা ইমন, কান্ট্রি হেড অফ মার্কেটিং • তানজিনা অল্টার, হেড অফ মার্কেটিং • মোহাম্মদ হোসেন বাবু, অ্যাসস্ট্যিান্ট ম্যানেজার, ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপ এই পার্টনারশীপের মাধ্যমে ফুডি এখন ডোমিনোজের পিৎজা তাদের অ্যাপে ডেলিভারি করতে পারবে। এই সফল পার্টনা...