
একুশে বইমেলায় গীতিকবি রবিউল আউয়ালের দুটি বই
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে গীতিকবি রবিউল আউয়ালের লেখা 'কোটা সংস্কার-আন্দোলন থেকে গণঅভ্যুত্থান' ও 'দেড়শতাধিক বাংলা তানকা' নামে দুইটি বই। জুলাই বিপ্লবের পটভূমি কোটা সংস্কার-আন্দোলন থেকে ছাত্র-জনতার আন্দোলনের ফলে সৃষ্ট গণঅভ্যুত্থানের বিষয়ে আলোচনা রয়েছে 'কোটা সংস্কার-আন্দোলন থেকে ২৪'র গণঅভ্যুত্থান' বইটিতে।
'দেড় শতাধিক বাংলা তানকা' একটি সংক্ষিপ্ত কবিতার বই, যেখানে দেড়শতাধিক সংক্ষিপ্ত কবিতা রয়েছে। জাপানি কবিদের হাতে রচিত পাঁচ পঙক্তিবিশিষ্ট ৫-৭-৫, ৭-৭ মাত্রা বিন্যাসের সংক্ষিপ্ত কবিতার নাম তানকা। তানকাকে হাইকুর পূর্বপুরুষ বলা হয়, আবার তানকাকে সনেট নামেও অভিহিত করা হয়। বইটিতে জাপানি আরো কিছু সংক্ষিপ্ত কবিতা কাঠামো নিয়ো সংক্ষেপে আলোচনা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভ্রমণ কাহিনী 'জাপানযাত্রী' বই থেকেই প্রথম বাংলা পাঠকরা জাপানি সাহিত্যের সাথে পরিচিত হয়। দেড়শতাধিক বাংলা তানকাতে মাত্রাবৃত্ত ছন্দ...