শনিবার, মার্চ ২২Dedicate To Right News
Shadow

Tag: রমিন মজুমদারের “শরৎ ও ইভাংকার সাথে জাপানে”

রমিন মজুমদারের “শরৎ ও ইভাংকার সাথে জাপানে”

রমিন মজুমদারের “শরৎ ও ইভাংকার সাথে জাপানে”

শিরোনাম, সাহিত্য
রমিন মজুমদারের বন্ধু শরৎ চৌধুরী তখন পিএইচডি করছে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে। কোভিড হানা দিচ্ছে দেশে দেশে। এয়ারপোর্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুর কাছে যাওয়ার গল্প আর নিজের দেখা জাপানকে ঘিরে এই বই । জাপান—প্রাচ্যের সূর্যোদয়ের দেশ। এর প্রতিটি শহর যেন একেকটি কাব্যিক স্বপ্নের বাস্তব রূপ। হিরোশিমার নীরব স্মৃতিস্তম্ভ, ওসাকার আধুনিকতা, কোবের সমুদ্রের নরম বাতাস আর টোকিওর অগণিত উজ্জ্বল আলোকছটা—এই ভ্রমণ যেন পাঠকের সামনে নতুন করে খুলে দেয় এক অদ্ভুত, বিস্ময়কর পৃথিবীর দরজা। রমিন মজুমদারের লেখা শরৎ ও ইভাংকার সাথে জাপানে কেবল ভ্রমণ কাহিনি নয়, এটি সময়, ইতিহাস ও মানুষের গল্প। লেখকের বর্ণনায় জাপানের পথে পথে বয়ে যাওয়া প্রকৃতির রং যেন ছবির মতো ফুটে ওঠে। হিরোশিমার বিধ্বস্ত অতীত আর নতুন করে বেঁচে ওঠার গল্প যেমন আমাদের ভাবায়, তেমনি টোকিওর ব্যস্ত নগরজীবন আমাদের শোনায় এক আধুনিক সভ্যতার প্রতিধ্বনি। লেখকের দুই ...