ভিডিও’র যুগেও রাকিব মোসাব্বির এর অডিও গান ভাইরাল
গত বছরের মার্চে মুক্তি পায় রাকিব মোসাব্বির এর সিকুয়েল গান 'মনটা কারিয়া টু' (আমার মন)। গানটি ২০২২ সালের মার্চ মাসের ২০ তারিখে মুক্তি পাওয়ার পর তেমন সাড়া মেলেনি। কিন্তু ২০২৩ এর এপ্রিলের ১২ তারিখে গানটি হঠাৎ করে টিকটকে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে গানটি ৪৮ ঘন্টায় প্রায় দেড় লাখের কাছাকাছি টিকটকার তাদের ভিডিও ক্লীপে এই গানটি ব্যবহার করেছেন। গানটির কথা লেখা, সুর ও সঙ্গীত করার পাশাপাশি গানটি গেয়েছেনও রাকিব মোসাব্বির। ইউটিউবে অডিও ফরম্যাটে গানটি মুক্তি পায় রাকিব মোসাব্বিরের নিজস্ব মিউজিক চ্যানেল 'টিউন ফ্যাক্টরি'তে। এছাড়াও গানটির অডিও আন্তর্জাতিক ভাবে স্পোটিফাই, আইটিউন্স, আমাজন মিউজিক'সহ প্রায় ২৩টি অনলাইন প্লাটফর্ম এ প্রকাশিত হয় রাকিব মোসাব্বির এর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান 'টোন ফেয়ার' রেকর্ড লেবেল থেকে।
এই বিষয়ে রাকিব মোসাব্বির বলেন, আমি আসলে সব সময় গানের ক্ষেত্রে অডিওটাকেই বেশি প্রাধান্য দিয়েছি। অ...