রাঙামাটিতে “হিলস” এর প্রথম সম্মেলন
হিল ই-কমার্স সোসাইটির উদ্যোগে গত ২৩ এবং ২৪ ডিসেম্বর দুইদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হলো রাঙামাটিতে। সম্মেলনে সারাদেশের শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রথম দিন ২৩ ডিসেম্বর বেলা ১১ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি। এসময় সম্মেলন পতাকা উত্তোলন করেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান ও দলীয় পতাকা উত্তোলন করেন হিলস এর এডমিন মনি পাহাড়ী।
প্রথম দিনের এই আয়োজনটি হয় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে। পুরো প্রাঙ্গন উৎসবের রঙে রঙিন হয়ে ছিল। উৎসবকে ঘিরে তৈরি করা হয়েছিল বাঁশের তৈরি মোনঘর, যার ইঝোর অর্থাৎ বারান্দায় বসে বেইনে কাপড় বুনছিলেন এক পাহাড়ি মেয়ে আর বাঁশ দিয়ে হাল্লোং বানাচ্ছিলেন কারিগর। এ সময় প্রাঙ্গনের বড় গাছের নিচে বসে পাহাড়ি পোশাক পরি...