রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে সেলাই মেশিন পেল হিল ই-কমার্স সোসাইটি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে আজ ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে তিনটি সেলাই মেশিন পেলো পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় দেশী ই-কমার্স প্ল্যাটফর্ম হিল ই- কমার্স সোসাইটি। রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান হিল এর পরিচালক আশিক সুমন এবং গ্রুপ মডারেটর নিমা চাকমা'র কাছে মেশিনগুলো হস্তান্তর করেন।
উল্লেখ্য এ সময়ে আরও কিছু সংগঠন ও উদ্যোক্তাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে হিল এর অর্থ সম্পাদক মেহনাজ রহমান লিরা বলেন- "অর্জনগুলো কার কাছে কেমন জানিনা। তবে আমরা এটাকে বিশেষ মর্যাদার সাথে দেখছি। মাত্র এক বছরে একের পর এক বিস্ময়কর সাড়া পাচ্ছি নানানদিক থেকে। আমরা আসলে আমাদের মতো। কেবল ফেসবুকে সীমাবদ্ধ থাকবে না হিল ই-কমার্স সোসাইটি। আমরা একসাথে সকলকে নিয়ে চলার স্বপ্ন দেখি। আজ রাঙ্গামাটি জেলা প্রশাসন এর সাথে একটা সুন্দর যোগাযোগ তৈরি হ...