রাশেদ বিপ্লবের নাটক ‘বোকাসত্য’
সম্প্রতি শেষ হয়েছে “অরিজিনাল এন্টারটেইনমেন্ট” এর ব্যানারে রাশেদ বিপ্লব নির্মিত একক নাটক “বোকাসত্য”। গল্পে দেখা যাবে, আনিকা ও সাগরের বিয়ে হয়েছে দুই বছর হলো। শশুর এর দেয়া ফ্ল্যাট এ থাকে সাগর ও আনিকা। সাগর পেশায় ব্যাবসায়ী।করোনার কারনে ব্যাবসাটা বন্ধ হলেও এখন আবার নতুন করে শুরু করার চিন্তা ভাবনা করছে।আনিকা ধনির দুলালি বাবার একমাত্র মেয়ে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে এখন সে সংসারী।সাগর খুবই ভদ্র ও মার্জিত ছেলে।খুবই ভালোবাসে আনিকাকে।করোনা কালিন সময়ে সংসারিক সকল কাজে আনিকাকে সাহায্য করতে করতে আনিকা নিজের কাজগুলোর কথা ভূলে গেছে।সেই সুযোগে আনিকা নিজেকে সাংসারিক কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। সকালের চা নাস্তা, দুপুরের খাবার সহ সকল কাজ সাগর নিজ হাতে করলেও বাড়িতে কোন মেহমান আসলেই সকল কাজের প্রশংসা আনিকার হয়ে সাগর করে।একদিন সেটা বিপত্তি হয়ে দাড়ায়।আনিকার বাবা, মা প্রতি সপ্তাহে তাদের বাসায় আসলে...