বুধবার, ডিসেম্বর ৪Dedicate To Right News
Shadow

Tag: রাসেল’স ভাইপার নিয়ে আতঙ্ক নয় চাই সচেতনতা

রাসেল’স ভাইপার নিয়ে আতঙ্ক নয়, চাই সচেতনতা

রাসেল’স ভাইপার নিয়ে আতঙ্ক নয়, চাই সচেতনতা

ফিচার, শিরোনাম
বর্তমানে সারা দেশেই রাসেল্স ভাইপার (চন্দ্রবোড়া) সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে । গত ১০ বছর আগেও এই সাপটি তেমন চোখে পরত না । মূলত ২০১২ সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে । রাসেলস ভাইপার স্বভাবগতই কিছুটা তেজী । এটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে । মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে যায়, ফলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে । এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে মূলত মানুষ হিসেবে আমরাই দায়ী । যেসকল প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। কিছু সাপ যেমন, শঙ্খচূড় (King Cobra), খইয়া গোখরা (Binocled Cobra), কালাচ/ কেউটে (Common Krait), শঙ্খিনী (Banded Krait...