রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ‘ফুডি’
গত ৫ অক্টোবর শনিবার হোটেল লা মেরিডিয়েনে অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড-এ সেরা রিটেইল স্টার্টআপ (অনারেবল মেনশন) পুরস্কার পেল ফুডি। মাত্র কয়েক মাসের মধ্যে ফুডি ৪.৫ লক্ষাধিক ডাউনলোড হয়েছে এবং ৪,০০০ এর বেশি রেস্তোরা প্ল্যাটফর্ম এর সাথে সংযুক্ত আছে। প্রায় প্রতিটি রেস্তোরাতেই মাসব্যাপী ফুডি প্ল্যাটফর্মে অফার রয়েছে। এছাড়াও দ্রুততম সময়ে খাবার পৌছে দিতে ফুডিতে আছে ২৫০০এরও বেশি রাইডার। ফুড ডেলিভারির পাশাপাশি ফুডিতে ফুল ডেলিভারি, ডাইন-ইন এবং পিক-আপ সেবাও রয়েছে।...