রিফাত রহমানের কবিতা “দ্রোহের দহনে”
পাল তোল হাল ধরো মুক্ত করো ভয়
আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়,
দ্রোহের দহনে জ্বলছি সেই জন্মের প্রথম সকালে!
আজ ওরা শতভাগ সাফল্য অর্জন করেছে
এই চেতনার বুক কচলিয়ে।
ধর্মের নামে শক্তির স্বপক্ষে যুক্তি তলে,
যারাই মৃত্যুতে করে উল্লাস।
মনে রেখ মানুষই মরছে
ভয়ংকর সত্য বলে মিছিলে হাত উঠিয়ে বলতে হবে
এভাবে মানুষ মারা চলবে না,মানুষ কে বাঁচতে দাও!!
বিস্মৃত আমি হতবাক অবাঞ্ছিত প্রশ্ন শত,
খাচ্ছে মনে ঘুরপাক!
অনুভূতি রা গুমরে মরে শব্দহীন কথার ফাঁকে
অশ্রু শুধু হৃদয়ে ঝরে অব্যাক্ততার ঘূর্ণিপাকে।
লাল সাদা রঙিন লেবাসে দূর থেকে দেখতে
কত সুন্দর
কাছে আসলে বিষাদের মতো কালো...…
আজ মানুষ আকাশের মতো নিঃশব্দে নিঃসঙ্গ।
আমার কলম আগুন জ্বালায়
প্রতিটা দাড়ি, কমা,সেমিকোলন অন্যমনস্ক হয়ে দেওয়া
ফুটচি কত একক ভাবেই এক একটা নিউট্রন বোমা
আমার কলমের কায়দা করে টানা,
এক ঝটকায় উড়িয়ে দিতে চাই
হিরোশিমা নাগা...